মোঃ এনামুল হক : সাভার ও ধামরাই থেকে পৃথক ঘটনায় চার জনের লাশ উদ্ধার করেছে ধামরাই ও সাভার থানা পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) সকালে সাভারের ব্যাংক কলোনী ও ধামরাইয়ের আমতা, বিলকৃষ্ট ও সুয়াপুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে পূর্ব শত্রুতার জের ধরে ধামরাইয়ের বিলকৃষ্ট গ্রামে আশরাফুল আশু (২৮) নামের এক যুবককে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যা করে জহিরুল ইসলাম নামের এক যুবক। এঘটনার পর থেকে হত্যাকারী ওই যুবক পলাতক রয়েছে। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
অন্যদিকে ধামরাইয়ের আমতা এলাকা থেকে সজিব হোসেন (১৭) নামের দশম শ্রেণী পড়ুয়া এক ছাত্র ও সুয়াপুর এলাকার একটি পুকুর থেকে নান্নার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র রাজু সুত্রধরের লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া সাভারের ব্যাংক কলোনী এলাকার একটি বাড়ি থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।
এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্য (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, লাশ গুলো ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কিভাবে তাদের মৃত্যু হয়েছে তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় সাভার ও ধামরাই থানায় পৃথক চারটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com