মোঃ আকরাম হোসেন : ঢাকা জেলার উত্তর জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত জাতীয় মটর শ্রমিক লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ তুহিন কে গত 11/11/2019 ইং তারিখ রোজ সোমবার রাত্র আনুমানিক 8 ঘটিকার সময় মোঃ তুহিন তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান বাংলার স্বাধ হোটেলের কাজ শেষে বাইপাইল কাঁচাবাজার সংলগ্ন জাতীয় মটর শ্রমিক লীগের অফিসে যায়। ওই অফিসের নিকটে পরিকল্পিত ভাবে ওৎ পেতে থাকে 20 থেকে 25 টি মটর বাইক, এমত অবস্থায় তুহিন অফিসের নিকটে পৌছানোর সঙ্গে সঙ্গেই এলোপাতাড়ি পিটিয়ে জখম করে (1) সোহেল (2) মোশাররফ. পিতা অঙ্গাত ও বকুল ভুইয়ার ছেলে রনি ভুইয়া এবং সাথে থাকে অঙ্গাত নামা তার সহযোগিরা তারা অতিদ্রুত ফিল্ম স্টাইলে শত শত লোকের সামনে থেকে তুলে নিয়ে যায় মোঃ তুহিন কে তারা তাকে নিয়ে যায় বকুল ভুইয়ার ছেলে রনি ভুইয়ার নিজিস্ব অফিস জামগড়াতে। সেখানে নিয়ে তাকে অমানবিক নির্যাতন করে ঢাকা জেলা উত্তর জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত মটর শ্রমিক লীগের কার্যকরী সভাপতি মাকসুদা আক্তার মাসুদের নিকট সন্ত্রাসীদের মাধ্যমে মোটা অংকের টাকা মুক্তি পন দাবী করেন উক্ত অপহরন কারীরা। প্রকাশ্যে তুলে নেওয়া ঘটনাকে কেন্দ্র করে এমন মুক্তি পন দাবী করায় জাতীয় মটর শ্রমিক লীগের কার্যকারী সভাপতি মাকসুদা আক্তার মাসুদ হতভম্ভ হয়ে পড়েন এবং তাৎক্ষনিক তারই যুগ্ন সাধারন সম্পাদক মোঃ তুহিন কে উদ্ধার করার জন্য উপর মহলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করেন পরবর্তীতে উপর মহলের চাপে বকুল ভুইয়া ও তার ছেলে সহ অন্যাঅন্য সহযোগীরা রাত্র আনুমানিক 2 টা 5 মিনিটে ছেড়ে দিতে বাধ্য হন। দু:খের বিষয় হলো তুহিন কে পাওয়া গেলেও পাওয়া যায়নি তার কাছে থাকা দুইটি মেবাইল ফোন এবং তার নিজস্ব দোকানের সরন্জাম কেনার জন্য পকেটে থাকা নগদ 31 হাজার তিন শত বাইশ টাকা উদ্ধার করার পরে তুহিনের শারিরীক অবস্থার ব্যাপক অবনতি হওয়ায় তাকে স্থানীয় লোকজনের সহায়তায় রাত আনুমানিক 3 ঘটিকার সময় ধামরাই উপজেলা সাস্থকম্পেলক্সে ভর্তি করা হয় .পরবর্তীতে জাতীয় মটর শ্রমিক লীগের কার্যকারী সভাপতি ও নেতাকর্মীদের সাথে পরামর্শ করে আশুলিয়া থানায় উক্ত অপহরন কারীদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন মোঃ তুহিন। ফিল্ম স্টাইলে শত শত লোকের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া এমন নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় মটর শ্রমিক লীগের ঢাকা উত্তরের সাধারন সম্পাদক এস এম সওকাত হোসেন। জাতীয় মটর শ্রমিক লীগের কার্যকারী সভাপতি মাকসুদা আক্তার মাসুদের নিকট ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন হাজার বছরের শ্রেষ্ট বাঙালি স্বাধীনতার মহান স্তপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের একটা অম্গ জাতীয় মটর শ্রমিক লীগ আমি ঢাকা উত্তরের কার্য নির্বাহী সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছি আমি ছাত্রী জীবনে সত্য কে বুকে লালন করে মিথ্যা কে পরাজিত করে বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে ডিজিটাল বাংলার রুপকার বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের সপক্ষে কাজ করে যাচ্ছি। কোনো মাদক সন্ত্রাস জঙ্গিবাদ টাউট বাটপার দালালের ভয়ভীতিতে ভীতু হয়ে থাকবনা।এমন নেক্কার জনক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অনতিবিলম্বে উক্ত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক সাস্তি কামনা করি আমি আমার সদস্যদের জন্য চব্বিশ ঘণ্টা খোলা রেখেছি আমার মোবাইল ফোন কারো কোনো অভিযোগ অনুযোগ বা পরামর্শ থাকলে নিরভয়ে নির্দিধায় আমাকে বলুন আমি তা আমার সাধ্য মত সমাধানের চেষ্টা করবো। উক্ত অভিযোগের বিষয়ে আশুলিয়া থানার এস আই সুদিপ কুমার জানান ঘটনাটি শুনেছি এবং এ বিষয়ে তদন্ত চলছে বলে যানান।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com