মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের পুর্ব চান্দেরচর গ্রামে গত ৮ নভেম্বর জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ ভূমি দস্যু ও সন্ত্রাসী কামুজউদ্দিন বাহিনীর হামলায় নিহত আমির আলী ওরফে মীর আলীর পরিবারকে একের পর এক হুমকি দিয়ে এলাকা ছাড়া করার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী পরিবারের লোকজন অভিযোগ করে বলেন, কামুজউদ্দিন বাহিনীর ভয়ে আমরা এলাকা ছাড়তে বাধ্য হইছি। আমার বাবাকে মাইরা ফালাইছে কামুজ উদ্দিনের লোকেরা। এখন মামলা উঠাইয়া না নিতে তারা দিন রাত আমাদের বাড়ীতে আইয়া আমাদের হুমকি দিতাছে। যদি মামলা না উঠাই তাইলে আমাগোও মাইলা ফালাইবো। আজকা সকালে বাড়ীর জিনিসপত্র নিয়া, গরু বাছুর নিয়া বাড়ী ছাইয়া চইলা আইছি। ভাই গরিবের পাশে কেউ থাকে না। এখন আমরা কই জামু।
উল্লেখ্য, পূর্ব চান্দের চর গ্রামের সাবেক ইউপি সদস্য সুরুজ আলীর ছেলে কামিজুদ্দিন কামু (৫৬), শহিদুল্লাহ (৪৫) ও মাদরের (৪৭) সঙ্গে একই গ্রামের ওসমান মোল্লার ছেলে মীর আলীর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ৮ নভেম্বর শুক্রবার দুপুরে জমিজমা নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কামুর লোকজন লাঠিসোঁটা নিয়ে মীর আলীর পরিবারের লোকজনের ওপর হামলা চালায়। এতে মীর আলী নিহত হয় আহত হয় তার ভাই মোঃ আজিজ ও বোন শাহিদা বেগম গুরুতর আহত হন। এঘটনায় সিরাজখিান থানায় ২০ জনকে আসমী করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহত মীর আলীর স্ত্রী।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com