প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৬:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০১৯, ৪:৩৩ পি.এম
রাজশাহীর সব রুটে বাস চলাচল বন্ধ নতুন সড়ক আইন বাতিলের দাবিতে
লিয়াকত হোসেন রাজশাহী:রাজশাহীতে বিভিন্ন নোকাল রুটে বাস চলাচল বন্ধ করে নতুন সড়ক পরিবহন আইন প্রত্যাহারের দাবি জানান বাস শ্রমিকরা ।
বাস শ্রমিকরা সোমবার সকাল থেকে রাজশাহীর সঙ্গে বিভিন্ন রুটের বাস চলাচল বন্ধ করে দেয়, ফলে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
দুই-একটি বাস ছাড়ার চেস্টা করলেও শ্রমিকরা যাত্রীদের নামিয়ে দেয়। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। তবে সকালে ঢাকাগামী বেশ কয়েকটি বাস রাজশাহী থেকে ছেড়ে যায়।
রাজশাহীর নগরীর শিরোইল ও নওদাপাড়া বাস টার্মিনাল এবং ভদ্রা মোড়ে অবস্থান নিয়ে মোটর শ্রমিকরা বিক্ষোভ করে। এ সময় তারা নতুন সড়ক পরিবহন আইন প্রত্যাহারের দাবি জানান।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, এটা ইউনিয়নের পক্ষ থেকে ডাকা কোনো ধর্মঘট নয়। সকাল থেকে শ্রমিকরা নিজেরাই বাস বন্ধ রেখেছেন। সকালে রাজশাহীর মালিকদের বাস দু'একটি করে নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ রুটে ছেড়ে যায়। তবে বাইরের জেলার মালিকদের বাসগুলো রাজশাহী আসার পর পুরোপুরি বন্ধ রয়েছে। বাস চলছে না রাজশাহী-নওগাঁ রুটেও। এছাড়া রাজশাহীর বিভিন্ন উপজেলা পর্যায়ের রুটেও শহর থেকে কোনো বাস ছেড়ে যায়নি।
মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম আরও বলেন, নতুন সড়ক পরিবহন আইন কার্যকরের প্রতিবাদে শ্রমিকরা বাস বন্ধ রেখেছেন। ব্যক্তিগতভাবে আমি এটাকে সমর্থন করি না। প্রতিবাদ জানানোর আরও ভাষা আছে,এভাবে বাস চলাচল বন্ধ করে যাত্রীদের দুর্ভোগে ফেলা আমি সমর্থন করি না।
প্রসঙ্গত, গত ১ নভেম্বর থেকে আলোচিত সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকর করা হয়। তবে এই আইন নিয়ে সচেতনতা বৃদ্ধিতে প্রয়োগের সময় শিথিল করা হয়।
রোববার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, এই আইন কার্যকর হয়েছে। এর পরদিনই বাস চলাচল বন্ধ করে দেয় রাজশাহীর শ্রমিকরা।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com