প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ২:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০১৯, ৬:২০ পি.এম
রাজশাহীতে র্যাব-৫ এর অভিযানে ফেন্সিডিল ও ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
লিয়াকত হোসেন, রাজশাহী: বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এতদ্সংক্রান্তে এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। আইনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন চক্রের মাধ্যমে মাদক ব্যবসা পরিচালনা করে যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে কতিপয় মাদক সম্রাট।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক অদ্য ২০ নভেম্বর ২০১৯ তারিখ সকাল ০৭.১৫ ঘটিকায় রাজশাহী মহানগর মতিহার থানাধীন ডাশমারি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে, মাদক ব্যবসায়ী মোঃ বকুল হোসেন (২৬), পিতা-মোঃ আশরাফ, সাং-বিনোদপুর ডাশমারি, থানা-মতিহার, রাজশাহী মহানগর’কে ফেন্সিডিল ৫৩ বোতল, ৩৮০ পিচ ইয়াবাসহ হাতেনাতে আটক করে র্যাব!
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com