প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৮, ২০২৪, ৭:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০১৯, ৪:০৩ পি.এম
বেনাপোল সীমান্তে মাদকসহ দুই মাদক ব্যবসায়ী আটক
ইকরামুল ইসলাম, বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা ও ৮৯৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে বেনাপোল সীমান্তের ধান্যখোলা মাঠের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় এ ফেনসিডিল উদ্ধার ও ঘিবা থেকে ৬ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের শহিদের ছেলে আবদুল্লাহ (২৭) ও একই গ্রামের সাইফুলের ছেলে আলামিন (২২)। বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পেরে, ঘিবা সীমান্তের বটতলা থেকে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। অপরদিকে, ধান্যখোলা মাঠের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় ৮৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ধান্যখোলা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার গোলাম সরোয়ার হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com