মোঃ শাহিন মিয়া : গত দুদিন যাবৎ পেঁয়াজের মুল্য অনেকটা কমলেও তেমন একটা কমেনি নবীনগরে আজও নবীনগরে খুচরা বাজারে পেঁয়াজের দাম ১২০ পরা মহল্লার দোকানে ১৪০ টাকা কেজি দামে পেঁয়াজ বিক্রয় হচ্ছে।
নবীনগর পশ্চিম এলাকার সলিমগন্জ বাজারে আজ সকাল পর্যন্ত পেয়াজ ১৬০ টাকা দামে বিক্রি হচ্ছে আজ সলিমগন্জ বাজারে জনাব আক্তারুজ্জাম পেঁয়াজ ক্রয় করতে গিয়ে কয়েকটি দোকানে দাম যাচাই করতে গেলে দোকানিরা ১৬০ টাকা প্রতি কেজি পেঁয়াজের দাম হাকান।
যদিও গতকাল নবীনগর উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ মাসুম নবীনগরের বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন যাতে করে লবম পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য অতিরিক্ত মুল্যে বিক্রয় না করেন তার জন্য ব্যাবসায়ি নেতাদের কে নির্দেশ প্রদান করেন।
অনেক দোকানির সাথে কথা বলে জানা গেছে তাদের দোকানে মজুদকৃত পেঁয়াজ বেশি দাম দিয়ে কেনা তাই বর্তমান মুল্যে তাহার লোকসান দিয়ে বিক্রয় করছে।
স্হানীয় এলাকাবাসীর দাবী নবীনগর উপজেলার বাজার সমুহে নিয়মিত ভাবে উপজেলা প্রশাসন নজরদারি করলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যের দাম অনেকটা স্থিতিশীল থাকবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com