হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অায়োজনে অনুষ্ঠিত হয়েছে বেগম রোকেয়া দিবস ও জয়ন্তী অন্বেষনে বাংলাদেশ পালনে র্যালী ও আলোচনা সভা। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাবে মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার এর সভাপতিত্বে কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু'র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল। তিনি তার বক্তব্যে বলেন নারীরা আজও নির্যাতনের শীকার হচ্ছে। বিশেষ করে উন্নত রাষ্ট্র আমেরিকাতেও এটা বেশি দৃশ্যমান। তবে তারা স্ত্রীকে নির্যাতন করে না। আমাদের দেশেও স্ত্রী নির্যাতন হয়ে থাকে। তবে সেটা অনেকাংশে কমে গগেছে। নারীরা আত্মবলে বলিয়ান হয়ে স্বাবলম্বী হলে নির্যাতনের মাত্রা কমবে বলে আমি বিশ্বাস করি। নারীর ভাগ্যের উন্নয়নে উপজেলাতেই ৮টি অধিদপ্তর রয়েছে। আপনারা চাইলেই সেখান থেকে অল্প সুদে ঋন নিয়ে ব্যবসা করতে পারবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কালিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, সূশীলনের উপ পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, নবযাত্রা প্রকল্পের কালিগঞ্জ উপজেলা ফিল্ড ম্যানেজার আশিক বিল্লাহ প্রমুখ। "নারী পুরুষ সমতা রুকতে পারে সহিংসতা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভার পুর্বে অনুষ্ঠিত হয় র্যালী। পরে উপজেলায় বিশেষ ক্ষেত্রে অবদান রাখায় পাঁচজন নারীকে সন্মাননা সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com