হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জে ৪৫ টাকা কেজি দরে পিঁয়াজ বিক্রি শুরু করেছে সরকার। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা মোড়ে এই পিঁয়াজ বিক্রি কার্যক্রম শুরু হয়। এসময় সংশ্লিষ্ঠ কতৃপক্ষ সকলের প্রতি সুশৃঙ্খলভাবে পিঁয়াজ ক্রয়ের আহবান জানান। এদিকে, পিঁয়াজ বিক্রি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সাধারন ক্রেতাদে উপছে পড়া ভিড় লেগে যায় মোড়টিতে। ক্রেতা সাধারণ ছুটে আসে পিঁয়াজ ক্রয় করতে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পিঁয়াজ ক্রয় করছেন তারা। পিঁয়াজ ক্রয় করতে এসে সৈনিক হোটেলের মালিক আ: কাদের বলেন, বাজারে ২শ-২শ ২০ টাকায় প্রতি কেজি পিঁয়াজ কিনতে হচ্ছে। এখানে টিসিবি স্বল্পমূল্যে পিঁয়াজ বিক্রির উদ্যোগ নেওয়ায় খুব উপকার হলো। আমরা চাই প্রতিনিয়ত এভাবে পিঁয়াজ বিক্রি করা হোক। টিসিবি এর ৪৫ টাকা দরে পিঁয়াজ বিক্রি করায় উপজেলা বাসি এখন শান্তির নিশ্বাস ফেলতে শুরু করেছে। পিঁয়াজ ক্রয় করতে আসা সাধারান ক্রেতারা এ পিঁয়াজ বিক্রয়ের ধারা অব্যাহত রাখার আহবান জানান।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com