মোঃমনির হোসেন শাহীন মিয়া :ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজারে ৪টি মিষ্টির দোকানের মালিককে অপরিষ্কার পরিবেশ মিষ্টি বিক্রি এবং প্যাকেটের মাধ্যমে ওজনে কম দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত জরিমানা আদায় করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম নেতৃত্বে পরিচালিত অভিযানে সলিমগঞ্জ অস্থায়ী পুলিশ ক্যাম্পে কর্মরত পুলিশের একটি টিম অভিযানে অংশ নেয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম জানান,সলিমগঞ্জ বাজারে রাধা কৃষ্ণ মিষ্টি ভান্ডার ও সুমা মিষ্টি ভান্ডার,লক্ষী নারায়ণ মিষ্টি ভান্ডার, আল মদিনা মিষ্টির দোকানে অপরিষ্কার পরিবেশে মিষ্টি বিক্রি করে আসছিল। তাছাড়াও প্যাকেটের মাধ্যমে কৌশলে ওজনে কম দিয়ে আসছিল। এই অভিযোগের ভিত্তিতে রাধাকৃষ্ণ মিষ্টি ভান্ডার ১০হাজার টাকা, সুমা মিষ্টি ভান্ডার ১০ হাজার টাকা, লক্ষী নারায়ণ মিষ্টি ভান্ডার ৫ হাজার টাকা,আল মদিনা মিষ্টি ভান্ডার ৫ হাজার টাকা ও
বাজারের ব্যস্ততম প্রধান সড়কের আশপাশের রোডের ফুটপাত দিয়ে জনসাধারনের চলাচলে প্রতিবন্ধকতা দূরীকরণে বেসকয়টি বিস্কুটের দোকান ও মুদির দোকান ফলের দোকান সহ ৮টি ব্যবসা প্রতিষ্ঠানের ৬টি মামলায় মোট ৫১ হাজার টাকা জরিমানা আদায় করে।
তিনি আরো বলেন যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হলেও কিছু অসাধু ব্যবসায়ী ফুটপাত দখল করে দোকান সপরিচালনা করে জনচলাচলে বাধার সৃষ্টি করছে। এ অভিযোগের প্রেক্ষিতে দফায় দফায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হলেও কোন ধরনের নিয়ম না মেনে আবারো এসব অসাধু ব্যবসায়ীরা দোকান গড়ে তোলে।
সলিমগঞ্জ বাজারকে যানজটমুক্ত ও পরিচ্ছন্ন বাজার গড়তে এ অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রশাসনের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com