মোঃ আকরাম হোসেন : গাজীপুর মহানগর এগার নং ওয়ার্ড বাঘিয়া উচ্ছ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবুল হোসেনের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোল। বিগত.১২/০৬/২০১৬ তারিখে প্রধান শিক্ষক বাবুলের নামে মোঃ ইদ্রিস আলী মোল্লা পিতা মৃত কেরামত আলী মোল্লা সং বাঘিয়া থানা জয়দেব পূর জেলা গাজীপুর বাদী হয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে .গাজীপুর জেলা দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন। উক্ত স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব হাজি মোহাম্মদ শামসুল আলম বলেন তার বিরুদ্ধে আনিতো অভিযোগের পরিপেক্ষিতে চলমান মামলায় আদালতের একটা রায় প্রদান করেছেন। উক্ত রায়ে লেখা আছে যে প্রধান শিক্ষক মোঃ বাবুল হোসেন কে তার বিগতদিনের বেতন ভাতা সে উঠাতে পারবেন । ২৪/১১/২০১৯ তার পক্ষে হাইকোর্টের বিঙ্গ বিচারক রায় দিয়েছেন। এবং রায়ের কপিও আমরা পেয়েছি। কিন্তুু তাকে সপদে বহাল থাকার কোনো রায় আমারা পায়নাই। তবে গভেনিংবোর্ড সিদ্ধান্ত গ্রহন করেন যে তার বেতন ভাতা বকেয়া টাকা দিতে আমাদের আপর্তি নাই ।অন্যাঅন্য শিক্ষক শিক্ষার্থীরা ও ম্যানেজিং কমিটি বলেন ১০/১২/২০১৯ মঙ্গলবার প্রধান শিক্ষক মোঃ বাবুল হোসেন হটাৎকরে স্কুলে বাহিরের কিছু লোক এনে স্কুলের সম্মান নষ্ট করার জন্য জোর পূর্বক স্কুলে প্রবেশ করিয়া প্রধান শিক্ষকের আসনে বসেন। এ ব্যাপারে প্রধান শিক্ষক জনাব মোঃ বাবুল হোসেনের নিকট যানতে চাইলে তিনি বলেন আমি ০৯/১১/২০১৬ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা বিদ্যালয় পরিদর্শক এ.টি. এম. মইনুল ইসলাম আমার বিরুদ্ধে আনিত অভিযোগের চুড়ান্ত তদন্ত পর্যবেক্ষন করেন। তদন্ত পর্যবেক্ষন করে আমাকে সপদে বহাল থাকার জন্য বাঘিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বরাবর ও বিভিন্ন দপ্তরে অনুলিপি পাঠান।কিন্তুু দুঃখের বিষয় আমাকে অধিকার থেকে বন্চিত করে রেখেছেন। মিথ্যা ভিত্যিহীন কাল্পনিক কাহিনির অবতরন ঘটাইয়া আমাকে হেও প্রতিপন্ন করছেন। উক্ত অভিযোগের পরিপেক্ষিতে ২৪/১১/২০১৯ হাই কোর্ট আমার পক্ষে রায় প্রদান করিয়া আমার বকেয়া বেতন ভাতা সহ আমাকে পূনরায় বহাল থাকার নির্দেশ প্রেরন করেন। আমি ম্যানেজিং কমিটিকে আদালতের রায়ের কপি প্রদান করিয়া তাদের সাথে পরামর্শ করে স্কুলে প্রবেশ করি। আমাকে স্কুলে প্রবেশ করা দেখে সম্মানিত অভিভাবক গন স্কুলের ছাত্র ছাত্রীরা ও এলাকর ময়মুরুব্বি সহ নারী পুরুষ সকলেই আনন্দিত হয়ে আমাকে দেখতে আসেন।এবং আমার জন্য দোয়া করেন। কিন্তুু আমার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা আবারো মিথ্যা ভিত্যিহীন ষড়যন্ত্র করতে বিন্দু মাত্র ভূল করেনি। সহকারী শিক্ষক গন এবং ম্যানেজিং কমিটির সভাপতি প্রকাশ্য ছাত্র ছাত্রীদের কে উস্কানীমূলক নির্দশনা দিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রকরে তাদের লেখা প্রঙ্গাপন বুকে নিয়ে আন্দোলন করাইয়েছেন যেটা বড়ই দুঃখজনক। স্বাধীনতা বিরুধী অপশক্তি জামাত শিবির বিএনপির একাধিক মামলার আসামীদের মদদে আমাকে হেও প্রতিপন্ন করতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন বলে মনে করি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইন কে সম্মান করি আমি চাই আমার প্রানের প্রতিষ্ঠান বাঘিয়া উচ্চ বিদ্যালয়ের মান সম্মান উন্নতি।। আমি চাইনা কোনো ষড়যন্ত্র আমি চাইনা কোনো অপশক্তি বাঘিয়া উচ্চ বিদ্যালয়ের মান সম্মান নিয়ে ছিনি মিনি খেলুক।।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com