প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ১০:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১২, ২০১৯, ৩:৪১ পি.এম
নিজ নিজ এলাকায় অপরাধিদের চিহৃিত করে আইনের আওতায় আনতে হবে ……অতিঃ ডিআইজি হাবিবুর রহমান
হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার আশাশুনি থানা পরিদর্শন করেছেন, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডি আই জি হাবিবুর রহমান। বুধবার(১১ ডিসেম্বর) দুপুর ১২ টায় তিনি আশাশুনি থানায় গমন করেন। অতিঃ ডি আই জি হাবিবুর রহমান থানায় গমন করে থানার সার্বিক অবস্থা সম্পর্কে খোজ খবর নেন। পরে থানা চত্ত্বরে উপজেলার ১১ ইউনিয়নের গ্রাম পুলিশের অভিবাদন গ্রহন ও কুচ কাওয়াজে অংশ নেন। কুচকাওয়াজ শেষে তিনি সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন, অতীতে আপনাদের কোন বেতন ভাতা ছিল না বললেই চলে। বহুদিন ধরে অনেক কষ্টে সামান্য বেতনে আপনারা চাকরি করে এসেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে বছরে দু’বার নতুন পোষাক দিচ্ছেন এবং বেতন ভাতা দ্বিগুণ করেছেন। এখন সরকারের সম্মানের প্রতি আপনদের কৃতজ্ঞ হতে হবে। এজন্য নির্ভয়ে জনগণের কাজ করতে হবে। স্ব-স্ব এলাকায় অপরাধীকে চিহ্নিত করা আপনাদের দায়িত্ব। অপরাধী যত বড় শক্তিশালীই হোক না কেন, তাদেরকে চিহ্নিত করে থানা পুলিশকে জানাবেন। কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না। বিচারের স্বার্থে তাদেরকে আইনের আওতায় আনা হবে। কোন সমস্যায় পড়লে পুলিশ সুপার, সার্কেল, অফিসার ইনচার্জ এবং আমাকে ফোন দিবেন। বিপদে আপদে পুলিশ বন্ধু হিসাবে সব সময় আপনাদের পাশে থাকবে। এসময় সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, দেবহাটা সহকারী পুলিশ সুপার ইয়াছিন আলী, অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম, ওসি (তদন্ত) ইমারাত হোসেনসহ থানায় কর্মরত সকল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ডিআইজি হাবিবুর রহমান গ্রাম পুলিশের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com