মোঃ আকরাম হোসেন ঃ ঢাকার জেলার অদূরে শিল্পনগরী আশুলিয়া থানার জামগড়া ফ্যান্টাসি কিংডমের নিকটবর্তী একটি ভবন থেকে র্যাব ফোর এর মেজর শিবলী মোস্তফার নেতৃত্বে অভিান চালিয়ে এন.ডি. বি. নামিও একটি প্রতারক চক্রের 12 বারো জন কে গ্রেফতার করেছেন র্যাব ফোর এর একটি চৌকস টিম। প্রতারক চক্রের নিকট থেকে তাদের ব্যবহারিত কিছু মালামাল সরঞ্জামও উদ্ধার করা হয় বলে যানা যায়।জনাব শিবলী মোস্তফা জানান প্রতারক চক্রের বিরুদ্ধে আনিত অভিযোগের পরিপেক্ষিতে র্যাব ফোর এর চৌকস অফিসার দ্বয় অত্যান্ত দৃড়তার সাথে অভিযান চালিয়ে প্রতারক চক্রের বারো জন কে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। প্রতারক চক্র দেশের বিভিন্ন জেলা থেকে এসে শিল্প নগরী জামগড়া এলাকায় বেসরকারি ভাবে অবৈধ কম্পানি খুলে তিন মাসের ট্রেনিং দেওয়ার নামে একটি ভবনে অফিস করে অসহায় হতদরিদ্র মানুষকে চাকুরির প্রলভোন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন। গ্রাম থেকে উঠে আসা সহজ সরল মানুষ গুলো প্রতারনার ফাঁদে পড়ে নিশ্ব হয়ে যাচ্ছে।র্যাব ফোর এর মেজর জনাব শিবলী মোস্তফা বলেন র্যাব বাহিনী শুধু আশুলিয়া থানায় নয় দেশের সকল জেলায় সকল থানায় প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে গুড়িয়ে দিবে তাদের আস্থানা। এসময় ১০৪ জন উদ্ধার কৃতদের মধ্যে সহজ সরল উদ্ধার কৃতরা বলেন বিভিন্ন চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের নিকট থেকে চল্লিশ পঁন্চাশ হাজার টাকা এবং বিভিন্ন দফায় দফায় টাকা নিয়ে একের পর এক প্রতারনা করে যাচ্ছেন গ্রেপ্তার কৃত প্রতারক বাহিনী ও তার অনুসারীরা। আশুলিয়া থানায় উক্ত প্রতারক চক্রের বিরুদ্ধে প্রতারনার অভিযোগে একটি মামলা হয়েছেন বলে যানা যায়। র্যাব ফোর এর মেজর জনাব শিবলী মোস্তফা বলেন প্রতারক চক্রের দালাল ও তার অনুসারীদের অনতিবিলম্বে খুঁজে বের করে গ্রেপ্তার করা হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com