খুলনাঃ আজ ১৭-১২-২০১৯ খ্রি. পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার উদ্যেগে খুলনা রেঞ্জ ডিআইজি’র কার্যালয় সম্মেলন কক্ষে আয়োজিত “Online GD (Lost & Found) সফটওয়্যার সংক্রান্ত TOT (Training of Trainers) প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম(বার), রেঞ্জ ডিআইজি, বাংলাদেশ পুলিশ, খুলনা মহোদয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে ডিআইজি মহোদয় বলেন, কোনো কিছু হারালে কিংবা জীবন ও সম্পদের ক্ষতির আশঙ্কা থেকে নাগরিকরা থানা পুলিশের দ্বারস্থ হন। এক্ষেত্রে পুলিশকে সাধারণভাবে তথ্য জানানোর মাধ্যম হচ্ছে সাধারণ ডায়েরি বা জিডি। একই সঙ্গে হারানো জিনিস ফিরে পাওয়ার পর সেটা মালিককে ফেরত দেওয়ার আইনি প্রক্রিয়াও পুলিশ করে থাকে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে দেশের সর্বত্র ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্প্রসারিত হয়েছে। দেশের নাগরিক সেবা ডিজিটালাইজেশন ও সেবার মান উন্নয়নের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের a2i প্রজেক্টের এই প্রকল্পের মাধ্যমে হারানো এবং পাওয়ার এই পরিসেবাকে আগামী মাসের শেষ সপ্তাহ থেকে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটে চালুকরনের লক্ষ্যে এ প্রশিক্ষণ কার্যক্রম গৃহীত হচ্ছে। বিধায় উপস্থিত সকল প্রশিক্ষণার্থীদের আন্তরিক মনোভাব নিয়ে এই প্রশিক্ষণ গ্রহণ ও প্রশিক্ষণ শেষে নিজ কর্মস্থলে হাজির হয়ে স্ব স্ব ইউনিটের সকল থানার অফিসার ইনচার্জ ডিউটি অফিসার ও তদন্তকারী কর্মকর্তাগণকে নির্ধারিত সময়ের মধ্যে প্রশিক্ষণ প্রদানের নির্দেশনা প্রদান করেন।
উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাবিবুর রহমান অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), খুলনা রেঞ্জ, জনাব সৌমিত্র চাকমা, সিনিঃ এএসপি (স্টাফ অফিসার টু ডিআইজি), জনাব মোঃ জালাল উদ্দীন, এএসপি (ক্রাইম) ও রেঞ্জ অফিসের অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষনার্থী হিসেবে কেএমপি, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল কুষ্টিয়া, চুয়াডাংগা, মেহেরপুর জেলাসহ আরআরএফ, খুলনার অতিরিক্ত পুলিশ সুপার/সহকারী পুলিশ সুপার (ফোকাল পয়েন্ট অফিসার) এবং অন্যান্য পদবীর অফিসার/ফোর্স এবং ঢাকা হতে আগত প্রশিক্ষকবৃন্দ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com