প্রেস বিজ্ঞপ্তিঃ মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের নেটওর্য়াক সংযোগ এর ২০২০-২১ কার্যবর্ষের জন্য ২১ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদকে সভাপতি, উৎস মাদকাসক্তি চিকিৎসা ও পুনবাসন কেন্দ্রের পরিচালক শাহাবুদ্দিন চৌধুরী সুমনকে সাধারণ সম্পাদক ও রাশেদুজ্জামান রনিকে সাংগঠনিক সম্পাদক নির্বাচন করা হয়েছে। গতকাল বুধবার লালমাটিয়াস্থ টাইম স্কয়ার রেস্তোরায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি লুৎফর রহমান মানিক, শফিকুর রহমান খোকন, মোঃ ফয়েজ আহ্মেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল হক তুহিন, উপল, মো: মনির হোসেন, কোষাধক্ষ্য মো: কামরুজ্জামান শহীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক তানভীর আহমেদ পাপ্পু, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ফিরোজ নাজনীন বাধন, নির্বাহী কমিটির সদস্য মো: শামীম খান, মোঃ মোস্তফিজুর রহমান সুমন, এহাবুব-এ-খোদা (মনি), মো: বাদল, মাইকেল, মাসুম, আবদুল হামিদ বাবু, আরিফ মাহবুব রুমন। এছাড়া সংযোগ এর সাবেক সভাপতি ড. পিটার হালদার ও সাবেক সহ-সভাপতি ডি এ নাসির, তরুন কান্তি গায়েন ও মোঃ নজরুল ইসলামকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়।
মাদক নির্ভরশীল রোগীর চিকিৎসা ও পুনর্বাসনে কর্মরত প্রতিষ্ঠান ও সংগঠনের গুণগত মান উন্নয়নের লক্ষ্যে ও মাদক বিরোধী কার্যক্রম পরিচালনা করার জন্য ২০১৫ সালের ৩০ এপ্রিল বাংলাদেশের মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের নেটওর্য়াক সংযোগ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। বর্তমানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্ত কর্তৃক ৭০টি লাইসেন্স প্রাপ্ত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র সংযোগের সদস্য হিসেবে কাজ করছে।
বিদায়ী কার্যনির্বাহী পরিষদ এর পক্ষ থেকে ড. পিটার হালদার ২০২০-২০২১ ইং কার্যবর্ষ জন্য নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com