মুন্সীগঞ্জ প্রতিনিধিঃরবিবার সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার নৈয়দিঘীর পাথর এলাকায়। মুন্সীগঞ্জ সদর সার্কেল এস পি খন্দকার আশফাকুরজ্জামানে নেতৃত্বে নৈয়দিঘীর পাথর এলাকায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালান। অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করেন।
অভিযান পরিচালনা করেন সদর থানার ওসি মোঃ আনিচুর রহমান, সদর থানার ওসি তদন্ত মোঃ গাজী সালাউদ্দিন। হাতিমাড়া তদন্ত কেন্দ্র ইনচার্জ মোঃ রাজিব খানসহ থানা ও হাতিমাড়ার একটি টিম অভিযান চালান। গ্রেফতার হয়েছেন যারা তারা হলো তিলাদিচরের মোঃ শিপু মিয়ার ছেলে মোঃ সানি, নৈয়দিঘীর পাথর এলাকার তুফান বাড়ির মোঃ ইদ্রিস আলী ছেলে মোঃ আল আমিন ও হিজরা সবুজের বাবা মোঃ দেলোয়ার মিয়াকে গ্রেফতার করেন। গত শনিবার বিকালে মিরকাদিমে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর হামলা করে।
মোঃ দীন ইসলাম মিয়ার ছেলে মোঃ দিলরাজ ( উরফে হিজরা দিল রাজ) নৈয়দিঘীর পাথর এলাকার মাদক ব্যবসায়ীর ডিলার ও অনেক মাদক মামলার আসামীকে। হাতিমাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ফোর্স তাকে নৈয়দিঘীর পথর থেকে গ্রেফতার করেন। এই সময় দিলরাজের মাদক ব্যবসায়ী সঙ্গীরা হাতিমাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ অফিসারদের উপর হামলা করে। মাদক ব্যবসায়ী হিজরা দিলরাজকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মাদক ব্যবসায়ীরা ও পুলিশের গাড়ি ভাংচুর করে। এতে পুলিশের ৩ জন এএসআই আহত হয়েছে। আহতরা হলেন এএসআই আমির, এএসআই শামীম ও এএসআই হেমায়েত হোসেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরে পুলিশের টিম খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দিলরাজ, বিরাট ও রমজানসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
সদর সার্কেল এস পি মোঃ খন্দকার আশফাকুরজ্জামান জানান, আমরা সকালে মিরকাদিমে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে, সানি, তুফান বাড়ির আল আমিন, হিজরা সবুজের বাবা, দেলোয়ার কে গ্রেফতার করি। এই অভিযান আমাদের অব্যহত থাকবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com