হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলায় ২০১৯-২০ অর্থ বছরের প্রথম পর্যায়ের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির কর্মসৃজন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ৯ টায় উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর পানির ড্রেন সংস্কার কাজ পরিদর্শনের মাধ্যমে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক রাসেল কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মিরাজ হোসেন খাঁন, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের ইঞ্জিনিয়ার আশরাফুল হোসেন, সাংবাদিক সাজেদুল হক সাজু, অনলাইন রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক শেখ আতিকুর রহমান, ইউপি সদস্য মিজানুর রহমান, সাংবাদিক ফরিদুল কবির প্রমুখ। ২০১৯-২০ অর্থ বছরের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির প্রথম পর্যায়ে উপজেলার ১২ টি ইউনিয়নে মোট ১শ ৪ টি প্রকল্পের ৩ হাজার ৫শ ১০ জন শ্রমিক কাজ করছে। শ্রমিকদের পারিশ্রমিক বাবদ বরাদ্ধ ২ কোটি ৮০ লক্ষ ৮০ হাজার টাকা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খাঁন জানান, কর্মহীন মৌসুমে অতিদরিদ্র গ্রামীন জনগোষ্ঠির আর্থ কর্মসংস্থান এ প্রকল্পের মূল উদ্দেশ্য। প্রকল্প দিয়ে এলাকার খাল, নালা খনন ও পূনঃ খনন, বাঁধ নির্মান ও পূনঃ খনন নির্মান, সর্ব সাধারনের ব্যবহার যোগ্য সরকারী, প্রাতিষ্ঠানিক পুকুর খনন ও পূনঃ খনন, বিভিন্ন শিক্ষা সমাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রাঙ্গন মাটি ভরাট, আবর্জনা স্তুপ ও জৈব সার তৈরির জন্য স্তুব তৈরি করা, প্রানি সম্পদের বাজারের আঙ্গিনা ও ড্রেনেজ উন্নয়ন, বৃষ্টির পানি সংরক্ষনের জন্য জলাধার নির্মান, গ্রামীন রাস্তা মেরামত ও সংস্কার কাজ করা হচ্ছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com