খমোঃ আকরাম হোসেন :কবি কথা সাহিত্য ও গীতিকার সালমা বেগমের শুভ জন্মদিন উপলক্ষে সোনারতরী সমাজ উন্নয়ন কবি ও সাহিত্য পরিষদের পক্ষথেকে প্রানঢালা অভিনন্দন যানিয়েছেন সোনারতরী গ্রুপের মডারেটর আবু সাঈদ সুলতান বিল্লাল তৈয়ব সহ অগনিত কবি সাহিত্যিক ভক্ত বৃন্দ। কবি সালমা ছাত্র জীবনে সত্যকে বুকে লালন করে মিথ্যাকে পরাজিত করে বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে বাবা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল জব্বার মৃধার দেখানো পথ অবলম্বন করে। কলম কে হাতিয়ার হিসেবে ব্যবহার করে সেলাই করে চলেছেন এই ঘুনে ধরা সমাজটাকে। কবি সালমা বেগম লেখনির মাঝে তুলে ধরেছেন সমাজের বাস্তবতা। তার মধ্যে নেই কোন ধনী গরীবের বৈষম্য। তিনি গরিব মেধাবী দুস্ত ছাত্র ছাত্রীদের বই কেনা সহ বিভিন্ন ভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছেন। তিনি অসুস্থ রুগিদের কে বিভিন্ন ভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছেন। তিনি কন্যাদায় গ্রস্তদের কে বিভিন্ন ভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছেন। তিনি প্রতিবন্ধীদের কে বিভিন্ন ভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছেন। তিনি যুবসমাজ কে উদ্বুদ্ধ করতে খেলার মাঠের খেলার সামগ্রী কিনে দিয়ে যুব সমাজকে এগিয়ে নিতে সহযোগিতা করে যাচ্ছেন । তিনি গ্রামগন্জের কবি সাহিত্যিকদের কে সোনার তরী সমাজ উন্নয়ন সংস্থা পরিচালনার মাধ্যমে অবহেলিত জনগোষ্ঠীর প্রতিভা বিকশিত করার সহযোগিতা করে যাচ্ছেন। এবং দেশ বিদেশেও ছোট গল্প কবিতা গান গজল প্রভৃতি লেখনির জন্য গুনিজন সংবদ্ধনা সহ অগনিত পুরুস্কারে ভূষিত হন।কবি সালমা দেশের উন্নয়নে বাংলাদেশের উন্নয়নে ডিজিটাল বাংলার রুপকার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে অপ্রতিরোধ্য বাংলাদেশ হওয়ায়। বিশ্বনেত্রী মমতাময়ী বঙ্গকন্যা শেখ হাসিনা নামক কাব্যগ্রন্থ লেখার জন্য আওয়ামী সরকার জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অগনিত নেতাকর্মীদের মন জয় করেছেন। তিনি সেনাসদস্য বাবা আলহাজ্ব আব্দুল জব্বার মৃধার নামের সাথে সুবিচার করতে ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের কে শ্রদ্ধাভরে স্বরন করে পিতার আসনে বসিয়ে সম্মান করে চলেছেন। চলমান নতুন পূরাতন কবিদের নিয়ে আগামী ফেব্রুয়ারী মাসে মাতৃভাষা দিবস উপলক্ষে কাব্যগ্রন্থ বাহির করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আগামী ফেব্রুয়ারী মাসে মাতৃভাষা দিবস উপলক্ষে কাব্যগ্রন্থ বাহির করার জন্য সোনার তরী সমাজ উন্নয়ন কবি সাহিত্য পরিষদের সম্মানিত সদস্যদের মাঝে আনন্দ বিরাজ করছে। তারা কাব্যগ্রন্থ বাহির করার জন্য সোনার তরী সমাজ উন্নয়ন কবি ও সাহিত্য পরিষদের সম্মানিত চেয়ারম্যান কবি সালমা কে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন। কবি সালমা কে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন সোনার তরীর নবিন প্রবীণ কবি সাহিত্যিকদের মধ্যে বাংলাদেশ জাতীয় পার্টির অন্যত্বম নেত্রী কবি রিতুনুর সোনারতরী সমাজ উন্নয়ন কবি সাহিত্য পরিষদের মাডারেটর ও সকল সদস্য ভাই ও বোনেরা আবু সাঈদ. বিল্লাল. সুলতান. তৈয়ব আলী. সুর্যকন্যা. নাসিরউদ্দিন. সকাল আহম্মেদ. সাদিয়া খাতুন . অনকমন. তাজুল ইসলাম. বিল্লাল নড়াইল. হাবিবুর রহমান.তাপস সেন. আজাদ. কামরুন্নাহার. বেলাল মোল্লা. নাজমুল. ইনামুল. রেজওয়ান. হালিমা. পারভীন হাসান .লিটন. সুলতানা খাঁন দিনা. এস এম টুটুল.আজিমুদ্দীন. আকরাম হোসে. সকলেই 2019 কে বিদায়,এবং 2020 সালকে স্বাগতম জানিয়ে তাদের প্রানের সংগঠন সোনারতরীর চেয়ারম্যান কবি সালমার শুভ জন্মদিনে দোয়া শুভকামনা ও শু স্বাগতম জানিয়ে সোনার তরীর গ্রুপটাকে আনন্দে আনন্দে মাতিয়েছেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com