মোঃ মনির হোসেন শাহীন :গতকাল উৎসবমুখর পরিবেশে নবীনগর উপজেলার প্রাথমিক,মাধ্যমিক ও মাদরাসা শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে বিনামূল্যের বই। নতুন বই পেয়ে খুশি শিশু শিক্ষার্থীরা।
সেক্ষেত্রে একটি ভিন্ন মাত্রা যোগ করে আনন্দের পরিমান বাড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
ব্যতিক্রমী উদ্যোগবীর মুক্তিযোদ্ধাদের হাত থেকে বই নিয়েছে শিশুরা। জাতীয় বই উৎসবে সামিল হয়ে মুক্তিযোদ্ধারাও উপজেলা প্রশাসনের প্রশংসা করেছেন ও উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, বছরের প্রথম দিনে বই উৎসবের আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, সহকারি কমিশনার (ভুমি) ইকবাল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকারম হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্কা আবদুল আওয়াল, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার শামসুল আলম সরকার প্রমূখ।
উপকেলা প্রশাসন বিভিন্ন বিদ্যালয়ে উপস্থিত থেকে সাড়ে ১১ লাখ সরকারি বই শিক্ষার্থীদের হাতে তুলে দেন। তবে শিক্ষার্থীদের হাতে প্রথম বইটি তুলে দেন স্হানীয় মুক্তিযোদ্ধারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুমের পরিকল্পনায় বই বিতরনে ব্যতিক্রমী উদ্যোগ নেয়া হয় বলে সংশ্লিষ্টরা জানান। শিক্ষার্থীরা জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের হাত থেকে বই পেয়ে তাঁদের ব্যাপারে জানতে অআগ্রহী হয়ে উঠে। স্থানীয়ভাবে মুক্তিযোদ্ধাদের সন্মান প্রদানের সুযোগ হিসেবেও বিবেচনা করা হচ্ছে এ প্রচেষ্টাকে।
বই উৎসব নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন,'বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থেই তাদের মাধ্যমে বই বিতরনের সিদ্ধান্ত নিয়েছি। দেখলাম বই নিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকেরা এ উদ্যোগে বেশ খুশি।'
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com