মোঃ মনির হোসেন শাহীন : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা শিল্পকলা একাডেডিমর উদ্যোগে সংস্কৃতির লীলাভূমি নবীনগরের তৃনমূল থেকে কন্ঠশিল্পী বের করে আনার লক্ষ্য নিয়ে দীর্ঘসময় ধরে ‘তোমাকে খুঁজছে’ গানের অডিশনের মধ্যদিয়ে সেরা ১০ জন বাছাই শেষে চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ও শিল্পকলা একাডেমির সঙ্গে জড়িতদের সংবর্ধনা দেওয়া হয়।
শনিবার রাতে পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে এ চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বিকন গ্রুপের চেয়ারম্যান এবাদুল করিম বুলবুল এমপি। সংস্কৃতির অঙ্গনে বিভিন্ন সেক্টরে দায়িত্ব পালন ও অবদানের জন্য ১১ জনকে সংবর্ধনা দেওয়া হয় এবং সেরা কন্ঠের সেরা দশ থেকে প্রতিযোগীতায় স্বর্ণা চক্রবর্তী চ্যাম্পিয়ন হয়েছেন।
দ্বিতীয় স্থান অর্জন করেছেন মিথীলা ও তৃতীয় স্থান অর্জন করে গোলাম হোসেন সংবর্ধনা পেলেন, প্রয়াত ক্রীড়া সংগঠক চেয়ারম্যন আবদুল আহাদ (মরনোত্তর), একাডেমির সাবেক সম্পাদক প্রয়াত মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম (মরণোত্তর), একাডেমির শিক্ষক প্রয়াত নবরন্ত দাস
(মরণোত্তর), সংগীতাজ্ঞ প্রয়াত ননী বালা দেব (মরনোত্তর), একাডেমির সম্পাদক অধ্যাপক শহিদুল হক, একাডেমির সম্পাদক আবু সাঈদ, একাডেমির সম্পাদক এ টি এম আবদুল্ললা মাস্টার, চিত্র শীল্পি সুভাষ চন্দ্র ছাই, একাডেমির সম্পাদক কায়েসার শেখ আলী, নাট্য পরিচালক আবদুল ওয়াদুদ, নাট্য পরিচালক শংকর দেব রায়।
শিল্পকলা একাডেমির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম এতে সভাপতিত্ব করেন। একাডেমির সম্পাদক সঞ্জয় সাহার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, ভাইস চেয়ারম্যান শিউলী রহমান, অফিসার ইনচার্জ রনোজিত রায়, আ’লীগের যুব ও ক্রীড়া সম্পাদক নাছির উদ্দিন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com