প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ১:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৫, ২০২০, ১০:৪১ পি.এম
রাজশাহী শিক্ষা বোর্ডে চালু হলো কাঙ্খিত ওয়ান স্টপ সার্ভিস
লিয়াকত হোসেন রাজশাহী: রাজশাহী শিক্ষা বোর্ডে চালু হলো অনেক আকাঙ্খিত ওয়ান স্টপ সার্ভিস।
২০২০ সাল মুজিববর্ষ হিসেবে এটি রাজশাহী শিক্ষা বোর্ডের আরেকটি যুগান্তকারী সাফল্য।
এই সেবার মাধ্যমে সেবাগ্রহীতা নিদিষ্ট একটি টেবিলে আবেদন জমা ও নির্ধারিত সময়ে সম্পুর্ণ সেবা বুঝে পাবেন।
এই সেবায়, সেবাগ্রহীতাকে অন্য কোন টেবিলে যেতে হবেনা। এতে, সময় যেমন সাশ্রয় হবে তেমনি সেবারমানও বাড়বে।
ওয়ান স্টপ সার্ভিস টি উদ্বোধন করেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো: মকবুল হোসেন মহোদয়। সভায় উপস্থিত ছিলেন, অত্র বোর্ডের সচিব মহোদয়,পরীক্ষা নিয়ন্ত্রক সহ অন্যান্য কর্মকর্তা এবং অফিসার্স কল্যাণ সমিতি ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ।রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সেবা সুষ্ঠু ও গতিশীল করার লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিস চালু করা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com