আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা উন্নয়নের অংশীদার ক্লিন ইমেজ এমন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাদেরকে গণভবনে ডেকেছেন শেখ হাসিনা। ভবিষ্যতে ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের ডাকা হবে গণভবনে।সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, ইউনিয়নের প্রতিনিধিদের পর্যন্ত গণভবনে ডেকে তাদের মতামত নিয়েছেন শেখ হাসিনা। ভবিষ্যতে গণভবনে ডাকা হবে। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন নষ্ট করার জন্য একটি চক্র ষড়যন্ত্র করছে। যারাই ষড়যন্ত্র করছে তাদের প্রতিহত করার শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে।তিনি বলেন, সরকার ও দল আলাদা ভাবে দেখবেন। এই দুইটা যেন এক না হয়। মূল কথা দল শক্তিশালী হলে সরকারও শক্তিশালী হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com