ঝালকাঠি ১৭ জানুয়ারি ২০২০: প্রতি সপ্তাহে দুস্থ্য অসহায় গরীব রোগিদের স্বাস্থ্যসেবা দিচ্ছে দেশবাংলা ফাউন্ডেশন। স্বাস্থ্যসেবা নিতে প্রতি শুক্রবার ভিড় করছে এলাকার বিভিন্ন বয়সী নারী-পুরুষ। দেশবাংলা ফাউন্ডেশনের অর্থায়নে এলাকার এ সব গরীব অসহায়দের চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসক টিম রোগিদের সেবা দিয়ে যাচ্ছেন।
দেশবাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান এসএম মিজানুর রহমান জানান, বিশেষ করে যারা অর্থাভাবে চিকিৎসা নিতে পারছেন না তাদেরকেই প্রাথমিক ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
এছাড়া কিশোর কিশোরি স্বাস্থ্যসেবা, নারীর স্বাস্থ্যসেবা, জন্ম নিয়ন্ত্রন সেবাসহ নানা ধরনের সেবা চলমান রয়েছে।
সরকারের স্বাস্থ্যসেবা জনগনের দোড়গোড়ায় পৌছে দিতে দেশবাংলা ফাউন্ডেশন বদ্ধপরিকর।
শুক্রবার সকালে দেশবাংলা ফাউন্ডেশনে স্বাস্থ্যসেবা নিতে আসা ফাতেমা, রেহানা, কুলসুমসহ সকলেই বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com