প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৩:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২০, ২০২০, ৫:৪৫ পি.এম
জবিতে বাসের ডাবল শিফটের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাসের ডাবল শিফটের দাবিতে আজ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এরপর সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে তারা। এ সময় বাসের ডাবল শিফটের দাবিতে পুরা ক্যাম্পাস প্রকম্পিত হয়ে ওঠে। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন আন্দোলনকারী ছাত্রদের নেতা মোহাম্মদ রাইসুল ইসলাম নয়ন, তৌসিব মাহমুদ সোহান, মাহমুদুল হাসান মিশু সহ অনেকে। উল্লেখ্য যে, বাসের ডাবল শিফট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি। কোনো আবাসিক হল না থাকায় অনেক ছাত্র-ছাত্রীরা ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে যাতায়াত করেন। বিশ্ববিদ্যালয়ের বাসগুলো সাধারণত সকাল আটটার দিকে ক্যাম্পাসে পৌঁছে। আর, ক্যাম্পাস থেকে ফিরে যায় ৩.৪০ মিনিটে। ফলে, বাসে যাতায়াতকারী শিক্ষার্থীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় ফিরে যেতে। এর ফলে নষ্ট হচ্ছে শিক্ষার্থীদের মূল্যবান সময়। তাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণের দাবি দ্রুত বাসের ডাবল শিফট চালু করে শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘব করা হোক।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com