সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবের ২০২০-২০২১ সালের জন্য নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১২ঃ৩০ মিনিটে সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি অনুমোদিত হয়েছে। একই সাথে বিগত কমিটি কর্তৃক গঠিত নির্বাচন কমিশনও বাতিল করা হয়েছে।
নবনিবাচিত নির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নুর ইসলাম, সহ-সভাপতি দৈনিক কল্যাণের জেলা প্রতিনিধি কাজী শওকত হোসেন ময়না, সাধারণ সম্পাদক বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাতক্ষীরা প্রতিনিধি মোজাফফার রহমান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আমার বার্তা ও ডেইলি ট্রাইব্যুনালের জেলা প্রতিনিধি এ বি এম মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি আক্তারুজ্জামান বাচ্চু, কোষাধ্যক্ষ সাপ্তাহিক মুক্ত স্বাধীনের সম্পাদক আবুল কালাম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক নিউজ টোয়েন্টি২৪ এর জেলা প্রতিনিধি শাকিলা ইসলাম জুই, দপ্তর সম্পাদক যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক আহসানুর রহমান রাজীব। নির্বাহী সদস্যবৃন্দ হলেন যথাক্রমে দৈনিক জনতার জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা কালিদাস কর্মকার, দৈনিক সাতনদীর সম্পাদক হাবিুবর রহমান, আরটিভির জেলা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, গাজী টিভি ও দৈনিক পূর্বাঞ্চলের জেলা প্রতিনিধি কামরুল হাসান, দৈনিক ভোরের ডাকের জেলা প্রতিনিধি মোহাম্মদ আলী সুজন। পরে নির্বাহী কমিটির রুমে সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নুর ইসলাম। সাধারণ সম্পাদক মোজফফর রহমানের সঞ্চালনায় সভায় নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় বিভিন্ন দৈনিক পত্রিকা ও টেলিভিশন চ্যানেলে কর্মরত সাংবাদিকদের আবেদন যাচাই-বাছাই করে ১৯ জনকে সদস্যপদ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া প্রেসক্লাবের সামগ্রিক কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকল ভেদাভেদ ভুলে সাতক্ষীরা প্রেসক্লাবের ভাবমূর্তি রক্ষায় সকল পর্যায়ের সদস্যসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়। একই সাথে সাতক্ষীরা প্রেসক্লাবের সামগ্রিক উন্নয়ন, বার্ষিক বনভোজনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভার শুরুতে সাতক্ষীরা প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com