প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৩:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৪, ২০২০, ৯:৪৯ পি.এম
একাধিক ডাকাতির মামলার আসামী নড়াইলের মিন্টু এন কাউনটারে নিহত
উজ্জ্বল রায়, নড়াইলঃ ডাকাতের গোলা গুলিতে একাধিক ডাকাতির মামলার আসামী নড়াইলের মিন্টু এন কাউনটারে নিহত। তার ডাক নাম মিন্টু গাজী (৪২)। সে আন্তজেলা ডাকাত দলের সদস্য। তার বাড়ি নড়াইলের লোহাগাড়া উপজেলার ইতনা গ্রামে। তার নামে নড়াইল, লোহাগাড়া, ফরিদপুর, যশোর, মাগুরাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে জানান পুলিশ উজ্জ্বল রায় নড়াইল জানান, নড়াইলের সিমা্ন্ত বরতি জেলার বরই এলাকা থেকে এক ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দিবাগত রাত আনুমানিক একটার দিকে বরই গ্রামের সুইচ গেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। দুই দল ডাকাতের বন্ধুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে এক ডাকাত নিহত হয়েছেন বলে ধারনা করছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানিয়েছেন, গতরাত সাড়ে বারোটার দিকে গ্রামবাসী গোলাগুলির শব্দ শুনতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ওই এলাকায় তল্লাশি চালিয়ে বরই ব্রিজের নিচ থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। নিহতের মাথায় গুলির চিহ্ন রয়েছে।
ঘটনাস্থল থেকে একটি শুটারগান, দুইটা গুলির কার্তুজ ও দুইটি রাম দা উদ্ধার করেছে পুলিশ। দুইদল ডাকাতের মধ্যে গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করছে পুলিশ। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, নিহতের ব্যেক্তির নাম মিন্টু গাজী (৪২)। সে আন্তজেলা ডাকাত দলের সদস্য। তার বাড়ি নড়াইলের লোহাগাড়া উপজেলার ইতনা গ্রামে। তার নামে ফরিদপুর, যশোর, মাগুরাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে জানান তিনি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com