পিরোজপুর জেলার কাউখালী উপজেলার সন্ধ্যা নদীতে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন অভিযানের ভ্রাম্যমাণ আদালতের ওপর জেলেদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ হামলায় মৎস্য কর্মকর্তা ও নৌ-পুলিশের এক সদস্যসহ ৩ জন আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে কাউখালীর আমরাজুড়ি ইউনিয়নের গন্ধর্ব আশ্রয়ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
হামলায় জড়িত ও জাটকা নিধনের অপরাধে নেছারাবাদ উপজেলার সেহাংঙ্গল গ্রামের মৃত মো. আকসান হাওলাদারের ছেলে মো. রিয়াজ (৩৮) নামে এক জেলেকে আটক করে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা এ কারাদন্ড প্রদান করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফনিভুষন পাল বলেন, মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশনে সকালে সন্ধ্যা নদীতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখা, উপজেলা মৎস্য অফিসের লোকজন, নৌ-পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন নদীতে অভিযান চালানোর সময় প্রায় ৪ হাজার মিটার জাল জব্দ করি এবং নদীর পারে এক জেলের কাছ থেকে জাল উদ্ধার করতে গেলে আশেপাশের জেলেরা আমাদের ট্রলারে ইট-পাটকেল নিক্ষেপ করে এতে কয়েকজন আহত হয়। পরে নৌ-পুলিশ অভিযান চালিয়ে রিয়াজ নামে এক জেলেকে আটক করে।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com