প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ১০:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৫, ২০২০, ১:০০ পি.এম
রাজশাহীতে বিশ্ববিদ্যালয় ও ছাত্রী মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবেঃ রাসিক মেয়র লিটন
লিয়াকত হোসেন, রাজশাহী: রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, শিক্ষানগরী রাজশাহীতে সিটি কর্পোরেশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেনি। আগামী এক বছরের মধ্যে একটি বিশ্ববিদ্যালয়টি চালু করতে চাই। ক্যাম্পাস ইতোমধ্যে দেখা হয়েছে। এছাড়া ছাত্রীদের জন্য মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে চাই। নগরীতে উন্নত মানের ইংলিশ মেডিয়াম স্কুল গড়ে তোলা হবে।
শুক্রবার বিকেলে রাজশাহী শিশু একাডেমী মঞ্চে গোল্ডেন সান বৃত্তি পরীক্ষা-২০১৯ এর ফলাফল ঘোষণা, সনদপত্র ও ক্রেস্ট সহ বৃত্তির চেক বিতরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র।
মেয়র বলেন, দেশের উন্নয়নের জন্য প্রয়োজন শিক্ষা।কাজেই আমাদের শিশুদের শিক্ষিত করে গড়ে তুলতে হবে। গড়ে তুলতে হবে শিক্ষার পরিবেশ, শিক্ষার পরিবেশ গড়তে শিক্ষকদের পাশাপাশি অভিভাবক ও রাষ্ট্রেরও অনেক দায়িত্ব রয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বেসরকারী উদ্যোগে এ ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা আয়োজনের প্রশংসা করে বলেন, এতে করে শিশু শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগীতা মূলক মনোভাবের বিকাশ ঘটবে এবং তাদের মধ্যে শিক্ষার মনোভাব বৃদ্ধি পাবে।
গোল্ডেন সান বৃত্তি পরীক্ষা প্রদান কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানের ৫২ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্টসহ সনদপত্র ও বৃত্তির চেক প্রদান করেন মেয়র।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর চেয়ারম্যান প্রফেসর ডঃ মোহাঃ মোকবুল হোসেন, গোল্ডেন সান বৃত্তি পরীক্ষা প্রদান কমিটির প্রধান উপদেষ্টা দৈনিক সোনালী সংবাদ সম্পাদক মোঃ লিয়াকত আলী, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ডঃ মোঃ গোলাম মাওলা ও বৃত্তি পরীক্ষা প্রদান কমিটির ভাইস চেয়ারম্যান রাঙাপরী ডেভেলপার্স এন্ড প্রপার্টিজ এর চেয়ারম্যান মাসুম সরকার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বৃত্তি পরীক্ষা প্রদান কমিটির পরিচালক ( সার্বিক) রফিক আলম।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com