প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৩:০০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৮, ২০২০, ১০:১০ পি.এম
রাজশাহী দলিল লেখক সমিতির মৃত সদস্যগণের পরিবারকে অর্থ ও কন্যা বিবাহের অনুদান বিতরণে রাসিক মেয়র লিটন
লিয়াকত হোসেন, রাজশাহী: রাজশাহী সদর দলিল লেখক সমিতির উদ্যোগে মৃত সদস্যগণের পরিবারকে অনুদানের অর্থ ও কন্যা বিবাহের অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সমিতির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের অর্থ প্রদান করেন। মৃত সদস্যগণের ছয় পরিবারের প্রত্যেকে চার লাখ টাকা অনুদান এবং কন্যা বিবাহের জন্য চার জনকে প্রত্যেকে পঞ্চাশ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে মেয়র প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ভূমি নিবন্ধন পদ্ধতি, খতিয়ান, নামজারি খতিয়ানসহ এ সংক্রান্ত সব কিছু ডিজিটালাইজেশন উদ্যোগ হাতে নিয়েছে সরকার। আগামী ভূমি সংক্রান্ত সবকিছু ডিজিটালাইজেশনের আওতায় আসবে। এতে অর্থ ও সময় বাঁচবে।
মেয়র আরো বলেন, নাগরিক সুবিধা সুনিশ্চিত করতে রাজশাহী সিটি কর্পোরেশনের আয়তন বাড়ানো হচ্ছে। বর্তমানের চেয়ে প্রায় তিনগুন আয়তন বৃদ্ধির প্রস্তাব পাঠানো হয়েছে। এটি অনুমোদন হলে নগরীর আয়তন বাড়বে।
রাজশাহী সদর দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ¦ মোঃ মহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর সাব-রেজিষ্ট্রার (খন্ডকালীন) বাদল কৃষ্ণ বিশ্বাস। আরো বক্তব্য দেন সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শেখ জাকাতুল্লাহ, সাধারণ সদস্য আব্দুর রহমান, নুরুল ইসলাম, আল মামুন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সমিতির দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম তপন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com