ইংলিশ অলিম্পিয়াড (EO) ও ওয়ার্ল্ড-ওয়াইড অর্গানাইজেশন ফর চ্যারিটি (WOC) এর উদ্যোগে আয়োজিত ইংলিশ অলিম্পিয়াড - ২০২০ সিজন - ২ তে এ প্রতিষ্ঠানের স্কুল শাখার দুজন শিক্ষার্থী মিসবাহ উদ্দিন ইনান এবং মেহনুর শামিমা হক যথাক্রমে স্মল স্টার্টস ও জুনিয়র্স গ্রুপে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। তাদের এ অর্জন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জন্য এক অনন্য গৌরবের বিষয়।
ইংলিশ অলিম্পিয়াড (EO) এবং ওয়ার্ল্ড-ওয়াইড অর্গানাইজেশন ফর চ্যারিটির (WOC) যৌথ উদ্যোগে এবছর সারাদেশে আয়োজিত হয়েছে জাতীয় ইংলিশ অলিম্পিয়াড সিজন-২। জেলাভিত্তিক বাছাই পর্ব (৫০ হাজার শিক্ষার্থী), বিভাগভিত্তিক থিয়েটার পর্ব (৫ হাজার শিক্ষার্থী) থেকে বাছাই করা শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় ইংলিশ অলিম্পিয়াডের সিজন-২ এর গ্র্যান্ড ফিনালে। ৯-১০ জানুয়ারি ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পর্দা নামে ইংলিশ অলিম্পিয়াড সিজন-২ গ্র্যান্ড ফিনালের।
ক্লাস অনুযায়ী প্রতিযোগিদের এই প্রতিযোগিতার জন্য ৬টি গ্রুপে ভাগ করা হয়। গ্রুপগুলো হলো:
১. কিডস্ (প্লে-২য় শ্রেণি পর্যন্ত)
২. স্মল স্টার্টস্ (৩য়-৫ম শ্রেণি পর্যন্ত)
৩. জুনিয়র্স (৬ষ্ঠ-৮ম শ্রেণি পর্যন্ত)
৪. হাই ফ্লায়ার্স (৯ম-১০ম শ্রেণি)
৫. ট্রেইলব্লেজার্স (১১শ-১২শ শ্রেণি)
৬. সিনিয়র্স (উচ্চমাধ্যমিক পর্যায়ের পর যেকোনো শিক্ষার্থী)।
দুইদিনব্যাপী ইংলিশ অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা-উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এম.পি। সাথে ছিলেন বাংলাদেশ ব্যাংকের ১০ম গভর্নর এবং ইংলিশ অলিম্পিয়াডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ড. আতিউর রহমান। দুইদিনব্যাপী ইংলিশ অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করেন পদ্মা ব্যাংকের চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ শারাফাত।
সিসিপিসি পরিবার এ দুজন ক্ষুদে শিক্ষার্থীর অনন্য কৃতিত্বের জন্য তাদেরকে প্রাণঢালা অভিনন্দন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com