মোঃ মনির হোসেন শাহীন :মুজিববর্ষে বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনাকে সর্বত্র সত্যিকার অর্থে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করার দৃপ্ত শপথে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় শনিবার রাতে কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে এক ব্যতিক্রমী অনুষ্ঠানে চারজনকে 'গুণীজন সম্মাননা' স্মারক প্রদান করা হয়েছে।
কালের কণ্ঠের ১০ বছর পূর্তিতে ওই দৃষ্টিনন্দন নান্দনিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগীতে একুশে পদকপ্রাপ্ত সংগীত পরিচালক শেখ সাদী খান, শিক্ষায় নবীনগর সরকারি উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শহীদুল হক মানিক, মুক্তিযুদ্ধে আজহারুল ইসলাম লালু ও সংবাদপত্রের পাঠক সৃষ্টিতে অবদান রাখায় স্থানীয় সংবাদপত্র এজেন্ট লোকমান হেকিম চৌধুরীকে ঘটা করে বিশাল আয়োজনে 'গুণীজন সম্মাননা স্মারক' প্রদান করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কালের কণ্ঠ শুভসংঘের কেন্দ্রীয় পরিচালক জাকারিয়া জামান।
তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, স্থানীয় সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই চার গুণীজনের হাতে সম্মাননা পত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এর আগে শুভ সংঘের পক্ষ থেকে এই চার গুণীকে উত্তরীয় পরিয়ে দেয়া হয়।
এসময় শুভসংঘের পক্ষ থেকে অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথিকেও উত্তরীয় পরিয়ে তাঁদের হাতে শুভসংঘের একটি করে শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়।
কালের কণ্ঠের নবীনগর প্রতিনিধি ও সাংস্কৃতিক সংগঠক গৌরাঙ্গ দেবনাথ অপুর পরিকল্পনা, গ্রন্থনা ও প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য।
শুভসংঘের স্থানীয় সভাপতি কাজী মো. ওয়াজেদ উল্লাহ জসীমের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক দেলোয়ার হোসেন। এতে শুভেচ্ছা বক্তব্য দেন স্থানীয় সহকারি কমিশনার ভূমি ইকবাল হাসান, ওসি রনোজিত রায়, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু ও ইংরেজী দৈনিক অবজারভারের সাংবাদিক কৌশিক আহমেদ অমিত।
অনুষ্ঠানে চার গুণীকে নিয়ে তৈরি চারটি ব্যতিক্রমধর্মী ডকুমেন্টরি প্রজেক্টরে প্রদর্শন ও শুভসংঘের সদস্যদের পরিচিতি পর্ব উপস্থিত কয়েক শত শ্রোতা মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করেন।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে টেলিভিশনের শিল্পী আবদুল আলীম, নবনীতা রায়, সীমু সাহা, প্রদীপ আচার্য, জয়নব হাসান ও অর্পিতা দেবনাথের পরিবেশনায় দর্শকরা মুগ্ধ হন।
অনুষ্ঠানে উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলস ও উপজেলার সাংবাদিক গন এবং দি ডেইলি অবজারভার এর নবীনগর প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন।অনুষ্ঠানে শুভসংঘের পক্ষ থেকে নবনির্মিত আধুনিক উপজেলা পরিষদ মিলনায়তনটির নাম 'ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র নামে করার জন্য প্রধান অতিথির কাছে জোর দাবি জানানো হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com