প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৩:০০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২০, ৯:১৮ পি.এম
মঞ্চস্থ হলো ‘লালজমিন, মুজিব বর্ষের অঙ্গীকার, নড়াইলের পুলিশ হবে জনতারঃ এসপি জসিম উদ্দিন
উজ্জ্বল রায়, নড়াইলঃ মঞ্চস্থ হলো ‘লালজমিন, মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে।জনতারঃ এসপি জসিম উদ্দিন। নড়াইলে মঞ্চস্থ হলো ‘লালজমিন’। মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশে এক নারীর সংগ্রামী জীবনকাহিনী ফুটে উঠেছে লালজমিনে। পুলিশ লাইন্স মিলনায়তনে ‘লালজমিন’ নাটক মঞ্চস্থ করা হয়। একজন নারীই অভিনয়ের মধ্য দিয়ে ফুটিয়ে তোলেন মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশে নারীদের সংগ্রামী জীবনকাহিনী। উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি জানান, সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি)মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার বাবা গোলাম মোর্ত্তজা স্বপন, পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান হোসেন, সহকারী পুলিশ সুপার রায়হান উদ্দিন মুরাদ, ঠিকাদার কবির হোসেনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পুলিশ সদস্য ছাড়াও দর্শকবৃন্দ। পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’-এ প্রতিপাদ্যকে উপজীব্য করে আমাদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশে এক নারীর সংগ্রামী জীবনকাহিনী নিয়ে মঞ্চস্থ হলো ‘লালজমিন’ নাটক। জেলা পুলিশের আয়োজনে শনিবার (৮ ফেব্রুয়ারি) আট সাড়ে ৯ টার দিকে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com