বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৪:১৫ অপরাহ্ন
হাফিজুর রহমান শিমুলঃকালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অমর শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১০ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারন সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা এসএম মমতাজ হোসেন মন্টু, কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ জি এম রফিকুল ইসলাম, অ্যাডভোকেট জাফর উল্লাহ ইব্রাহিম, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি নরিম আলী মাস্টার, কালিগঞ্জ থানার এসআই গোবিন্দ আকর্ষণ, সভায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ফায়ার সার্ভিস এর প্রতিনিধিসহ অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে একুশের প্রথম প্রহরে রাত ১২ টা এক মিনিটে কালিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ সকালে প্রভাত ফেরি সরকারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ব্যক্তিদের পুনর্বাসন করা হবে এছাড়া শহীদ মিনার প্রাঙ্গণে সুন্দর হস্তাক্ষর লেখা চিত্রাংকন প্রতিযোগিতা রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮ টায় শহীদ মিনারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচি পালনে সিদ্ধান্তগৃহীত হয়। সভার শেষ পর্যায়ে বাংলাদেশ যুব ক্রিকেট দল ভারতকে হারিয়ে প্রথমবারের মত বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন জানানো হয় এবং ১১ ফেব্রুয়ারি সকলকে মিষ্টি খাওয়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়।