হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা, গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হয়েছে বর্ণার্ঢ্য র্যালী ও মুজিববর্ষ তারণ্যের ভাবনা শীর্ষক আলোচনা সভা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় কালিগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথি ও অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। তিনি বক্তব্যে বলেন নিজ নিজ অবস্থান থেকে সমাজ থথা দেশের বল্যাণে সকলকে অবদান রাখতে হবে। সুস্থ সমাজ বিনির্মানে নিজেকে সম্পৃক্ত করতে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।বাংলাদেশ খুব দ্রুত উন্নয়নের সিঁড়ি বেয়ে উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে চলেছে। যে স্বপ্ন দেখেছিলেন মহান স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। তারই যোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে চলেছেন। শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতে কোটি কোটি নতুন বই তুলে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন, পদ্মা সেতু এখন দৃশ্যত হয়েছে, কাজ দ্রুত এগিয়ে চলেছে। দেশের মানুষের কল্যানে বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন ভাবনা নিয়ে এগিয়ে চলেছে। শিক্ষার্থীদেরকে পাঠ্য পুস্তকের বাহিরে আলোকিত ব্যাক্তিদের লেখা অনেক গুরুত্বপুর্ণ বই রয়েছে সেগুলো কালেকশন করে পড়তে হবে। নিয়মিত পত্রিকা, টেলিভিষন ও গুনিজনদের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল, কি ছিল তাদের অর্জন এসব বইয়ে মনোনিবেশ করতে হবে। নিজেকে দেশের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। দুর্ণীতিমুক্ত সাতক্ষীরা গড়তে ইতিমধ্যে আমি ঘোষনা দিয়েছি জেলা প্রশাসন হবে দুর্ণীতিমুক্ত। আমি একাধীক অভিযান পরিচালনা করে দুর্ণীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করেছি। প্রশাসনকে জনগনের আস্থার ও বিশ্বাসের করতে আমার কর্ম পরিকল্পনা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার( ভূমি) সিফাত উদ্দিন, কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ জি এম রফিকুল ইসলাম, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একে এম জাফরুল আলম বাবু, কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সী, বিশিষ্ট সাহিত্যিক কালিগঞ্জ কলেজের সাবেক অধ্যাপক গাজী আজিজুর রহমান। বক্তব্য রাখেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা
মুজিববর্ষ তারণ্যের ভাবনা নিয়ে গুরুত্বপুর্ণ আলোচনা রাখেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com