উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধিঃ নড়াইলের পল্লী এক স্কুল ছাত্রীর সাথে দুই ছাত্রের প্রেমের প্রতিযোগিতার জের ধরে প্রতিপক্ষের হামলায় শিক্ষার্থীসহ ৫ জন আহত হয়েছে। আহতরা হলেন ফারদিন খান, রহিম শেখ ,দুরুদ ফকির। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে । গতকাল জেলার নওখোলা গ্রামে এ ঘটনা ঘটে। উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি জানান, জানা গেছে, জেলার শালনগর মডার্ন একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীর সাথে ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ফারদিন খান ও নবম শ্রেনীর ছাত্র রাব্বি ফকিরের মধ্যে প্রেমের প্রতিযোগিতা চলে আসছিল। এর জের ধরে বুধবার সকালে ফারদিন খান বিদ্যালয়ে যাওয়ার পথে রাব্বির সহযোগি ১০/১৫ জন লাঠিশোটা নিয়ে ফারদিনের উপর হামলা চালায় । প্রান ভয়ে ফারদিন চিৎকার করে পার্শ্ববর্তি রহিম শেখের বাড়ীতে আশ্রয় নেয় । হামলাকারীরা ওই বাড়ীতে গিয়েও ফারদিনকে মারপিট করলে ওই বাড়ীর মালিক রহিম শেখ ঠেকাতে গেলে হামলাকারীরা তাকেও বেধড়ক মারপিট করে গুরুত্বর আহত করে।
আহত রহিম শেখ জানান, ফারদিন নামে এক স্কুল ছাত্র ধাওয়া খেয়ে আমার বাড়ীতে আশ্রয় নেয় । আমি তাকে বাচাতে গেলে নওখোলা গ্রামের ইলিয়াস ফকির ,জমির ফকির, কালু ফকির, ইবাদত ফকির, শাহাব ফকিরসহ ১০/১৫ জন আমার উপর হামলা চালিয়ে মাথা ফাটিয়ে গুরুতর জখম করেছে।নড়াইলের লোহাগড়া থানার ওসি আলমগীর হোসেন জানান,সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com