মোঃ মনির হোসেন শাহীন : সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিষিদ্ধ নোট ও গাইড বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরের ছয়টি বই দোকানকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে শহরের বর্ণমালা লাইব্রেরী, স্টার লাইব্রেরী, বইবিচিত্রা, আল আমীন লাইব্রেরী, পপি লাইব্রেরী, ছাত্র বন্ধু লাইব্রেরীতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম।
এব্যাপারে তিনি সাংবাদিকদের জানান, নোট বই নিষিদ্ধকরণ আইন অনুযায়ী, অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য নোট-গাইড ছাপানো, আমদানি, বিতরণ ও বিক্রয় নিষিদ্ধ। এই লাইব্রেরীগুলোতে এসব নোট ও গাইড বই পাওয়ায় বিক্রেতাদের জরিমানা করা হয়েছে।
এসময় নিষিদ্ধ গাইড বিক্রি শাস্তিযোগ্য অপরাধ সম্পর্কে সবাইকে সতর্ক করে তিনি বলেন, শিক্ষার্থীরা গাইড বই কিনে যেন প্রতারিত না হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com