ঢাকা ২১ ফেব্রুয়ারি ২০২০: সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে। আইন আদালতে ইংরেজী ভাষা ব্যবহার বন্ধ করে গণমানুষের বোধগম্য ভাষা ব্যবহার করা উচিত। নয়তো একুশের যথার্থ হয়না। কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পণ শেষে মহান মাতৃভাষা ও শহীদ দিবসের তাৎপর্য তুলে বিএমএসএফ সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এ কথা বলেন।
যেখানে বাংলাদেশের আইন আদালত, অফিস ব্যবস্থাপনায় এখনও ইংরেজীর প্রবর্তন রয়েছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে শাহবাগ থেকে প্রভাত ফেরী বের করা হয়। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরের নেতৃত্বে উপস্থিত ছিলেন সহ- সভাপতি নাজমা সুলতানা নীলা, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, কেন্দ্রীয় নেতা হারুন অর রশিদ, কেন্দ্রীয় সদস্য এম এ আকরাম, কবির নেওয়াজ রাজ, শারমিন সুলতানা মিতু, তাসলিমা আকতার, ঢাকা জেলার নেতা সবুজ খান, শাহজালাল তুহিন প্রমুখ।
এদিকে বিএমএসএফ রংপুর, রাজশাহি, বরিশাল, ঝালকাঠি, নরসিংদী, গাজিপুর, মৌলভীবাজার, হবিগঞ্জ, ময়মনসিংহ, কুড়িগ্রাম, চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, রাজাপুর, শ্রীপুর ও পাথরঘাটাসহ বিভিন্ন জেলা ও উপজেলা শাখা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কর্মসূচী গ্রহন করে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com