মোঃ এনামুল হক সাভার প্রতিনিধি : রাজধানী ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার নবীনগর বাসষ্টান্ড এলাকায় এলিট ফোর্স, র্যাব ৪ এর অভিযানে ৪ ০০ বোতল ফেন্সডিলসহ দুই জন কে আটক করেছে র্যাব ৪ এর একটি অভিযানিক দল।
গত ২১ফেব্রুয়ারি শুক্রবার রাতে গোপন সংবাদের ভিক্তিতে র্যাব -৪ এর একটি চৌকষ দল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল এর নেতৃত্বে আশুলিয়ার নবীনগর বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ৪০০ বোতল ফেন্সিডিল এবং ফেন্সিডিল বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ আসামী মো. সাইফুল ইসলাম (২৫) ও মো. রিপন মিয়া (৩৮)কে গ্রেফতার করেন এবং উভয়ের বাড়ী মুন্সীগঞ্জ জেলায় বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা এই বিপুল পরিমাণ নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার কুষ্টিয়া হতে প্রায়ই লোক চক্ষুর অন্তরালে তাদের প্রাইভেট কারের মধ্যে সীটের নীচে করে বিশেষ কায়দায় ফেন্সিডিল বহন করে ঢাকাসহ আশপাশের জেলায় ডিলারদের নিকট বিক্রয় করে থাকে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান র্যাব।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com