ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুর ইন্দুরকানীর কঁচা ও বলেশ্বর নদে অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ জাল উদ্ধার করেছে মৎস্য বিভাগ। উপজেলার পাড়েরহাট নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই আসাদুজ্জামান হারুনের নেতৃত্বে নৌ পুলিশ সদস্যরা নদী থেকে এসব জাল উদ্ধার করতে সহায়তা করেন। উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আব্দুল গফ্ফার অভিযান পরিচালনা করেন। উদ্ধারকৃত জাল ইন্দুরকানীর লঞ্চঘাটে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ফেলা হয়। এসআই আসাদুজ্জামান হারুন জানান, আমরা কঁচা ও বলেশ্বর নদী থেকে অভিযান চালিয়ে প্রায় পাঁচ লক্ষ টাকার অবৈধ জাল উদ্ধার করেছি। উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com