মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১০:৪৫ অপরাহ্ন
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধিঃ নড়াইলের পল্লীতে বাংলাদেশ গ্লোব ফার্মাসিটিক্যাল কোম্পানীর ওষুধ সরবরাহকারীর মোবাইল ও টাকা ছিনতাইয়ের জন্য বলপ্রয়োগ ও আক্রমণ করার অপরাধে দুই যুবককে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। শনিবার (২৯ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এ আদেশ দেন। উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি জানান, জানা যায়, গ্লোব ফার্মাসিটিক্যাল কোম্পানীর নড়াইলের কালিয়া এলাকার ওষুধ সরবরাহকারী রবিউল ইসলাম সন্ধ্যারপর কালিয়ায় পৌরশহরের বড়কালিয়া গ্রামের বাসায় ফেরার পথে স্লুইস গেটের নিকট পৌঁছালে তার ওপর পৌরশহরের বেন্দারচর গ্রামের বুলু বিশ্বাসের ছেলে হাসিবুর হক বিশ্বাস (২৫) ও শাকিব বিশ্বাস (২২) বলপ্রয়োগ ও আক্রমন করে।পরে শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের দু’জনকে গ্রেফতার করে। শনিবার সকাল সাড়ে ১১টায় ভ্রাম্যমান আদলতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বহী অফিসার মো.নাজমুল হুদা ওই অপরাধে তাদের প্রত্যেককে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। পুলিশ তাদের দু’জনকে জেলা কারাগারে প্রেরণ করেছে বলে জানা গেছে।