প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ১১:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১, ২০২০, ৯:০৮ পি.এম
রাজশাহীতে ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষন ধর্ষক গ্রেফতার
লিয়াকত হোসেন, রাজশাহীঃ রাজশাহীতে এক কিশোরীকে (১৬) ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী কিশোরীর বোন বাদী হয়ে ধর্ষণ ও পর্ণগ্রাফি আইনে নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
গতকাল শনিবার দিবাগত রাতে মামলাটি দায়ের করা হয়। পরে মামলার মূল অভিযুক্ত নগরীর মিয়াপাড়া তুলাপট্টি এলাকার আফজাল হোসেনের ছেলে তোফাজ্জল হোসেন বাবুকে গ্রেফতার করে পুলিশ। নগরীর বোয়ালিয়া মডেল থানার এসআই আব্দুল মতিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহারের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, গত ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন ইউসেফ স্কুলের পাশে একটি অফিসে ওই কিশোরীকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে তোফাজ্জল হোসেন বাবু। ধর্ষণকালে এ ঘটনার ভিডিও ধারণ করে রাখে অভিযুক্তরা।
পরবর্তীতে এ ভিডিও দেখিয়ে আরো একাধিকবার তাকে ধর্ষণ করে মূল তোফাজ্জল হোসেন বাবু । আর এ ঘটনা কাউকে জানালে মেরে ফেলা হবে বলে হুমকিও দেয়া হয়।
এসআই মতিন আরো জানান, ভুক্তভোগী কিশোরীর বোন বাদী হয়ে ধর্ষণ ও পর্ণগ্রাফি আইনে নগরীর বোয়ালিয়া মডেল থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার দুপুরের দিকে তোফাজ্জল হোসেন বাবুকে আদালতে প্রেরণ করা হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com