শেখ আবু নাছিম , কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, ভাড়াশিমলা ইউপি’র একাধিকবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল খালেক (৬৭) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। রোববার (১ মার্চ) বিকেল ৫ টার দিকে কালিগঞ্জ-সাতক্ষীরা সড়কের কুকোডাঙ্গা মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। আব্দুল খালেকের ছোট ভাই আব্দুল মালেক জানান, তার ভাই রোববার বেলা সাড়ে ৪ টার দিকে চৌবাড়িয়া কমিউনিটির ক্লিনিকের বিরোধপূর্ণ জমি মাপ-
জরিপ শেষ করে জনৈক শাহিন এর ভাড়ায় চালিত মোটরসাইকেলে পশ্চিম নারায়নপুরে বাড়িতে আসছিলেন। তাকে বহনকৃত মোটরসাইকেলটি কুকোডাঙ্গা নামক স্থানে পৌঁছালে অপর একটি মোটর সাইকেল পিছন দিক থেকে ধাক্কা দেয়। এসময় ওই মোটরসাইকেলে থাকা তিনজনই রাস্তায় পড়ে জখম হন। মোটর সাইকেল চালক শাহিনের মাথায় হেলমেট থাকায় তিনি সামান্য আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফেরেন। অপর আরোহী পশ্চিম নারায়ণপুর গ্রামের কেনা গাজীর ছেলে আব্দুল বারেক (৪০) ও আব্দুল খালেককে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আব্দুল খালেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
সেখানেও অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে সন্ধ্যার পর তাকে খুলনায় ভর্তির জন্য নেওয়া হয়। পরে তাকে খুলনা সিটি হাসপাতালে ভর্তি করা হয়। রাতে সেখানে তার অপারেশন সম্পন্ন করা হয়। বর্তমানে তিনি খুলনা সিটি হাসপাতালেরর আইসিইউ তে নিবিড় পর্যবেক্ষণে আছেন। তার অবস্থা আশংকাজনক। অধ্যাপক আব্দুল খালেক উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের পশ্চিম নারায়ণপুর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে। শ্রদ্ধেয় এই স্যারের দূর্ঘটনার খবরে তার অসংখ্য ছাত্রছাত্রী, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক সহযোদ্ধা সহ এলাকার মানুষের মাঝে হতাশা ফুটে উঠেছে। সবাই তাদের প্রিয় এই শিক্ষক কে সুস্থ্য অবস্থায় তাদের মাঝে ফেরৎ পাওয়ার প্রত্যাশা করেন। অধ্যাপক আব্দুল খালেকের পরিবারবর্গ তার এই দুঃসময়ে সকলের কাছে দোয়া চেয়েছেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com