প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ১১:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৪, ২০২০, ১:১৬ এ.এম
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি পুননির্বাচিত হওয়ায় মেয়র লিটনকে বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছা
লিয়াকত হোসেন, রাজশাহীঃ রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হওয়ায় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার দুপুরে নগর ভবন চত্বরে মহানগর আওয়ামী লীগ সভাপতি মেয়র খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরীর নেতৃত্বে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।
এরপর মেয়র খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানান সভাপতি ফরিদ আলী ও সাধারণ সম্পাদক আক্কাস আলীর নেতৃত্বে রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরী ও কভারভ্যান শ্রমিক ইউনিয়ন। এ সময় মেয়র তাদের ধন্যবাদ জানিয়ে আগামীতেও শ্রমিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
মহানগর আওয়ামী লীগের পুননির্বাচিত সভাপতি মেয়র খায়রুজ্জামান লিটনকে নগর ভবনে তাঁর দপ্তরকক্ষে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।
মঙ্গলবার দুপুরে মহানগর আওয়ামী লীগ সভাপতি মেয়র খায়রুজ্জামান লিটনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রাজশাহী রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এ্যাসোসিয়েশন (রেডা)। রেডা সভাপতি তৌফিকুর রহমান লাবলু ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজীর নেতৃত্বে রেডা নেতৃবৃন্দ মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান এবং মতবিনিময় করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com