প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৩, ২০২৫, ১২:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৪, ২০২০, ১:২০ এ.এম
নড়াইলের ডিবির দূরান্ত অভিযানে হত্যা মামলার আসামী গ্রেফতার!!
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ ডিবি পুলিশের এক দূরান্ত অভিযানে হত্যা মামলার আসামী গ্রেফতার! নড়াইলের পুলিশ সুপার (এসপি) নির্দেশে একাধীক (নাসির হত্যা মামলা) সহ দুই টি মামলার পলাতক জি আর ৩৩১/১৮ ওয়ারেন্টের আসামী মোঃ সোহাগ মোল্ল্যা (৪০), তার পিতার নাম আবুল কালাম আজাদ(পাখি), মোল্লার ছেলে। উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি জানান, নড়াইলের নলদী ইউনিয়নে নখখালী গ্রেফতার করে। আর এ অভিযান পরিচালনা করে নড়াইলের ডিবি পুলিশের এ এস আই দূরান্ত আনিস, এ এসআই নাহিদ, এ এসআই আলমগীর, ছাড়াও কন্সটবল, মফিজুর, বাবু মোহন কুমার কন্ডু, সুফিয়ান, সরোয়ার সহ ডিবির একটি চৈাকশ টিম নড়াইলের নলদী ইউনিয়নের মিঠাপুর বাজারে অভিযানে চালিয়ে তাকে গ্রেফতার করে নড়াইলের লোহাগাড়া থানায় সর্পদ করে ০৩/০৩/২০২০ তারিখ সন্ধ্যা ০৭,৩০ মিনিটে সময়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com