রাজধানীর খিলক্ষেতে ভুয়া লেঃ কর্ণেল পরিচয়ে কোটি টাকা হাতিয়ে নিয়ে জাল নিয়োগপত্র প্রদানকারী এক প্রতারককে গ্রেফতার করেছে খিলক্ষেত থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মোঃ হাবিব হাসান (৪৫)।
খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন ডিএমপি নিউজকে জানান, ০৪ মার্চ, ২০২০ বিকাল ০৪.০০টায় খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-১ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, গ্রেফতারকৃত হাবিব বাংলাদেশ সেনা বাহিনীর লেঃ কর্ণেল পরিচয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে বিভিন্ন পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের নিকট থেকে মোটা অংকের টাকার বিনিময়ে ভুয়া নিয়োগপত্র প্রদান করতেন । এ বিষয়ে জনৈক ভুক্তভোগী তুষার আহমেদের লিখিত অভিযোগের ভিত্তিতে ০৪ মার্চ, ২০২০ খিলক্ষেত থানায় একটি মামলা রুজু করা হয়।
তিনি আরো জানান, প্রতারক হাবিব নিয়োগের নামে নিয়োগ সংক্রান্তে ক্ষুদে বার্তা প্রেরণ করতঃ চাকরি দেওয়ার কথা বলে দেশের বিভিন্ন এলাকার শতাধিক ব্যক্তির নিকট হতে প্রায় তিন কোটি টাকারও বেশি প্রতারণা মূলকভাবে নিয়ে আত্মসাৎ করেছেন মর্মে স্বীকার করেছেন।
সূত্র: ডিএমপি নিউজ
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com