প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ২:২১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২০, ৪:০৩ পি.এম
রাজশাহীতে র্যাব-৫ এর অভিযানে বিপুল পরিমান ফেন্সিডিল ও ইয়াবাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
লিয়াকত হোসেন রাজশাহীঃগোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ , রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক অদ্য ০৬ মার্চ ২০২০ তারিখ রাএী ০২:১৫ ঘটিকায় রাজশাহী মহানগরীর শাহ-মখদুম থানাধীন মারকাজ পেট্রোল পাঁম্প এলাকায় অপারেশন পরিচালনা করে।
অভিযানে, মাদক ব্যবসায়ী ১। মোঃ সাইফুদ্দিন (২৯), পিতা-মৃতঃ হালিম আলী, সাং-শ্যামপুর গোয়ালপাড়া, থানা-কাঠাখালি, রাজশাহী মহানগর ২। মোঃ তাজু (২১) পিতা-মৃত তবারক মোল্লা, সাং-সুচারন থানা-কাঠাখালি রাজশাহী মহানগর ৩। মোঃ ডলার (৩৭) পিতা-মৃত শাজাহান সাং-লক্ষীপুর কাজিহাটা থানাঃ রাজপাড়া রাজশাহী মহানগরদেরকে, ৬৩১ বোতল ফেন্সিডিল ,৭৭০ পিস ইয়াবা, ০৪ টি মোবাইল, ০৫ টি সীমকার্ড, ০২ টি মেমোরী কার্ড, ০১ টি ট্রাক ,০১ টি প্রাইভেট কার (জ) ০১ টি যানবহনে বিভিন্ন নথি (ঝ) নগদ ১৫,০০০/-টাকা সহ আটক করা হয়।ধৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com