উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধিঃ নড়াইলের দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশ গ্রহনে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২ টায় বিদ্যালয় চত্বরে লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্রের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ সাহার পরিচালনায় অনুষ্ঠিত মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা।উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি জানান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন পিপিএম (বার), লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, নড়াইল জেলা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা শেখ সাইফুর রহমান হিলু, নলদী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান নীনা ইয়াসমিন, লাহুড়িয়া ইউপি চেয়ারম্যান দাউদ হোসেন, নোয়াগ্রাম ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম কালু ও মল্লিকপুর ইউপি চেয়ারম্যান শিকদার মোস্তফা কামাল প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, সমাজ থেকে মাদক দুর করতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের বিশেষ ভূমিকা রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হতে হবে। মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। যত বড় প্রভাবশালী হোক না কেন, মাদকের সাথে সংশ্লিষ্ঠতা থাকলে তাকে আইনের আওতায় আনা হবে। সকলের মনে রাখা উচিত, সরকার মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com