উজ্জ্বল রায় জেলা প্রতিনিধিঃ নড়াইলের পল্লীতে চাচই-ধানাইড় গ্রামে প্রতিপক্ষ আবুল হোসেনের বসতবাড়ির বেড়া ভেঙ্গে ফেলাসহ গাছের চারা কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় লোহাগড়া থানায় শনিবার (৭ মার্চ) মামলা দায়ের করা হয়েছে। উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি জানান,পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই-ধানাইড় (সিডি) গ্রামের ৭২ নং চাচই-ধানাইড় মৌজার ৬৮০ নং খতিয়ানের হাল দাগ ৮২৬ ও ৮২৭ জমির পরিমান ১ একর ২৩ শতক । ক্রয় ও পৈত্রিকসূত্রে প্রাপ্ত ২৩ শতক জমির মালিক ওই গ্রামের আবুল হোসেনের স্ত্রী জাহানারা বেগমসহ তার ৭ সন্তান। তিনি অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ মৃত শফিজ উদ্দিন শেখের ছেলে বাচ্চু শেখের নেতৃত্বে তার ভাই ফরিদ শেখ, রাসেল শেখ, তহিদ শেখ কালুসহ ৮-১০জন দুর্বৃত্ত গত বুধবার (৪ মার্চ) গভীর রাতে বাড়ির সীমানার বেড়া ভেঙ্গে মেহগনি ও আম গাছের চারা কেটে দিয়েছে। ফলে এতে ক্ষতির পরিমাণ প্রায় ৫০ হাজার টাকা বলে তিনি দারী করেন। এ ঘটনায় জাহানারা বেগম বাদী হয়ে বাচ্চু শেখসহ ১০জনকে আসামী করে থানায় শনিবার মামলা দায়ের করেন। নড়াইলের লোহাগড়া থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, ‘এ বিষয়ে ক্ষতিগ্রস্থ পরিবার থানায় মামলা দায়ের করেছেন। আসামীদের আটকের চেষ্টা চলছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com