মোঃ মনির হোসেন শাহীন : ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে দুর্যোাগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১০/০৩) র্যালী আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুর্যোগ ঝুকিহ্রাসে পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি’ এই শ্লোগানকে সামানে রেখে ব্যানার ফেষ্টুন নিয়ে র্যলীটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে।
র্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম এতে সভাপতিত্ব করেন। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন, নবীনগর পশ্চিম ইউপি চেয়ারম্যান মো. ফিরোজ মিয়া,
আরো উপস্হিত ছিলেন উপজেলা আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. নাছির উদ্দিন, ,প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজসহ স্থানীয় নেতৃবৃন্দরা কর্মসূচিতে অংশ নেয়। পরে দুর্যোগ বিষয়ের উপর শিশু কিশোর মধ্যে চিত্রাংক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com