ম্যাগাজিনগুলি ফ্যাশন, জীবনধারা, স্বাস্থ্য, রাজনীতি, ব্যবসা, বিনোদন, খেলাধুলা এবং বিজ্ঞান সহ বিস্তৃত বিষয়গুলি কভার করে।

  • হোম
  • ব্লগের বিবরণ
স্বাস্থ্য ও লাইফস্টাইল

আশুলিয়ায় বজ্রপাতে এক নির্মাণ শ্রমিককে মৃত্যু

আশুলিয়ায় বজ্রপাতে এক নির্মাণ শ্রমিককে মৃত্যু

 


ইউসুফ আলী খান।। ঢাকার অদুরে সাভারের আশুলিয়ায় বজ্রপাতে ইদু মিয়া (৬০) নামের এক নির্মান ম্রমিকের মৃত্যু হয়েছে।  

শনিবার (৩১ মে) বিকেল ৫ টার দিকে আশুলিয়ার ভাদাইল এলাকার তিনবন্ধুর মোড় এলাকার একটি বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।


নিহত ইদু মিয়া গাইবান্ধার পলাশবাড়ী থানাধীন কুঁজোপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পরিবারসহ আশুলিয়ার ভাদাইল এলাকায় ভাড়া থেকে রাজমিস্ত্রীর কাজ করতেন।


নিহতের স্বজনরা জানায়, বিকেলে ভাদাইলের তিনবন্ধু মোড় এলাকায় একটি বাড়ির নির্মাণ কাজ করছিলেন ইদু মিয়া। এসময় বজ্রসহ ঝড়বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তিনি আহত হয়। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।


এবিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন বলেন, খবর পেয়ে  হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।